
‘কাব স্কাউটিং করি, স্মার্ট বাংলাদেশ গড়ি’- এ থীমকে ধারন করে আজ রবিবার রাতে শ্রীমঙ্গল মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে শেষ হলো ৫ দিনব্যাপি ৫ম শ্রীমঙ্গল উপজেলা কাব ক্যাম্পুরি-২০২৩।
আজ রবিবার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউট শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।
বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, জেলা স্কাউটের যুগ্ম সম্পাদক মো. মনির মিয়া, মনাই উল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু তালেব বাদশা প্রমুখ।
বক্তব্য রাখেন উপজেলা স্কাউটের সাধারন সম্পাদক ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, উপজেলা স্কাউটের কমিশনার কল্যান দেব প্রমুখ।
পরে রাত সাড়ে ৯ টায় কাব স্কাউটদের অংশগ্রহনে অনু্ষ্িঠত হয় ‘ক্যাম্প ফায়ার’। ক্যাম্প ফায়ারের পর পরই বিভিন্ন স্কুলের কাব স্কাউটদের অংশগ্রহনে অনু্ষ্িঠত হয় সাংস্কৃতিক অন্ষ্ঠুান।
সবশেষে স্কাউট শিক্ষক, স্কাউটের ইউনিট প্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, আমন্ত্রিত অতিথিবৃন্দের অংশগ্রহনে সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় ৫ দিনব্যাপি কাব ক্যাম্পুরি ও মহাতাঁবু জলসা।
কাব ক্যাম্পুরি’তে উপজেলার ৩২ টি স্কুলের ১৯২ জন কাব স্কাউট ও ৩২ জন ইউনিট লিডার অংশ নেন।
মন্তব্য করুন