
পটুয়াখালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে ফ্রি চক্ষু শিবির ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় ঝাউতলা শহীদ হৃদয় তরুয়া চত্বরে পটুয়াখালী বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।
ফ্রি চক্ষু শিবির চিকিৎসা সেবায় চিকিৎসক হিসেবে নিয়োজিত ছিলেন ডাঃ আরাফাত, ডাঃ নাফিয়া ইসলাম ও ডাঃ সোহান মাহমুদ চিকিৎসা শিবিরে সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ছিলেন, পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুজন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুর রহমান রানা জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুল ইসলাম জাহিদ যুগ্ন সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ সহপ্রচার সম্পাদক আব্দুর রহিম।
পাঁচ শতাধিক দুঃস্থ অসহায় হতদরিদ্র রোগীদের সম্পূর্ণ ফ্রি চক্ষ পরিক্ষা, ঔষধ এবং বাছাইকৃত গরীব হতদরিদ্র ছানি রোগীদেরকে বিএনএসবি চক্ষু হাসপাতাল পটুয়াখালীতে ছানি অপারেশন করা হবে।
মন্তব্য করুন