
আদিবাসী শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা এবং সংক্ষুব্ধ ছাত্র-জনতার ওপর পুলিশি হামলার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে সংক্ষুব্ধ যুব-ছাত্র-জনতার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
“যেখানে অন্যায়, সেখানেই দ্রোহ” এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি করেন।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের ওপর ভ্যাটের বোঝা চাপিয়ে না দিয়ে লুটেরাদের সম্পদ বাজেয়াপ্ত করা উচিত।
এ সময় উপস্থিত ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠীর মোস্তাফিজুর রহমান মিলন, নাগরিক মঞ্চের কবি সুভাষ চন্দ, কমিউনিস্ট পার্টির মোতালেব মোল্লা, ছাত্র ইউনিয়নের প্রান্ত রায় এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের তপন কুমার প্রমুখ।
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, যেন আদিবাসী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং যেকোনো ধরনের বৈষম্যমূলক আচরণের অবসান ঘটে।
মন্তব্য করুন