
“জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হবো বিশ্বময়” এ শ্লোগান নিয়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে পটুয়াখালী সদরে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১ টায় পটুয়াখালী সদর উপজেলা পরিষদের বাঁধনহারা হলে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস আয়োজনে এই মেলার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজমল হোসেন খান এবং সঞ্চালনা করেন একাডেমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান। এসময় বক্তব্য রাখেন পটুয়াখালী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. আমিনুর রহমান, জেলা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. মাহাবুব হোসেন, সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জিয়াউল হক রিদওয়ান প্রমুখ।
১৪ ও ১৫ জানুয়ারি দু’দিনব্যাপী এই মেলায় অংশগ্রহণ করছে পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, লতিফ মিউনিসিপাল সেমিনারী, শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, জেলা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, শহীদ স্মৃতি বিদ্যানিকেতনসহ ১৩টি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়।
মেলার সমাপনী দিন ১৫ জানুয়ারি বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী স্টল প্রতিষ্ঠানে পুরস্কার বিতরণ করবেন উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি।
মন্তব্য করুন