বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অনেকটা ভাল আছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারাও পত্র-পত্রিকায় খবর নিচ্ছেন… আমরা খবর নিয়েছি… উনি (খালেদা জিয়া) মানসিক ও শারীরিক দিক দিয়ে… আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেকটা ভাল।’

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে ডেভেনশায়ার প্লেসে একটি বিশেষায়িত হাসপাতাল ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়। সেখানে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন আছেন।

খালেদা জিয়াবিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ম্যাডাম আগের চেয়ে ভালো আছেন। রুটিনসহ বিভিন্ন পরীক্ষা এখানকার ডাক্তাররা করছেন। যেসব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে তার রিপোর্টের ফলাফল দেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এখানে ওনার চিকিৎসার ধরনে কিছুটা পরিবর্তনও আনা হয়েছে।

তিনি জানান, লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসা থেকে রান্না করা খাবার খাচ্ছেন। প্রতিদিন সকাল-দুপুর-বিরকল-সন্ধ্যায় এই খাবার হাসপাতালে নিয়ে যান তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান নিজে।

তিনি আরও বলেন, ম্যাডামের দুই ছেলের তিন মেয়ে (তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান) সার্বক্ষণিক দাদির সঙ্গে সময় কাটাচ্ছেন। ম্যাডাম নাতনিদের দীর্ঘদিন পর পাশে পেয়ে মানসিকভাবে খুবই খুশি ও উৎফুল্ল বোধ করছেন।