মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে।

কোস্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথভাবে পরিচালিত এই অপারেশনের প্রথম ধাপের ২য় দিনে উপজেলার রাবনাবাদ নদী ও বঙ্গোপসাগর মোহনায় অভিযান চালানো হয়।

সোমবার দিনভর চলা এই অভিযানের সময় অবৈধ বেহুন্দি জাল, চরঘেরা জাল ও কারেন্ট জাল উদ্ধার করা হয়৷

এদিন রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন রাঙ্গাবালী উপজেলা মৎস্য বিভাগ।

রাঙ্গাবালী উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন রাজু জানান, অভিযানকালে প্রায় ৪০ লক্ষ টাকার জাল জব্দ করে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য সম্পদ সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে উপস্থিত ছিলেন,মৎস্য অধিদপ্তর এর বরিশাল বিভাগের উপপরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস,পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম,পটুয়াখালী জেলা মৎস্য অফিস সহকারী পরিচালক প্রদীপ কুমার,গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী,রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা(আঃদা) অপু সাহা ও রাঙ্গাবালী উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা জনাব এস এম শাহাদাত হোসেন রাজু , বাংলাদেশ কোস্টগাড কমান্ডার জনাব মোঃ শামীম আহসান প্রমূখ।