পটুয়াখালীর রাঙ্গাবালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে।

রবিবার সকাল ১১টার সময় রাঙ্গাবালী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রসাশনের আয়োজনে আলোচনা সভা করা হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও রাঙ্গাবালী উপজেলা নীর্বাহী মেজিস্টেট ভূমি মোঃ সালেক মুহিদ এর সভাপতিত্বে, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন খান, রাঙ্গাবালী থানার তদন্ত ওসি আব্দুস সালাম মোল্লা,বড় বাইশদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃফরহাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃআসাদুজ্জামান সহ উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথমিক শিক্ষা অফিসার মোঃ বায়জিদ আহম্মেদ।