
গত ২ জানুয়ারি ২০২৫, ইং তারিখে মহান মুক্তিযুদ্ধে অন্যতম সংগঠক, ডাকসুর সাবেক ভিপি, স্বাধীনতার পতাকা উত্তোলক জননেতা আ স ম আবদুর রব।তার ৮০তম জন্মদিনে মুক্তিযুদ্ধ ভিত্তিক সামাজিক সংগঠন হৃদয়ে পতাকা ২মার্চ কেন্দ্রীয় কমিটির আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করেন।
হৃদয়ে পতাকা ২মার্চ এর প্রতিষ্ঠাতা জনাব এস এম সামছুল আলম নিক্সনকে সংগঠনের প্রধান উপদেষ্টা ও ড. শহীদুল্লাহ্ আনসারী, ড. নাঈমা খানম, এস এম শহীদুল্লাহ্ সুজাকে উপদেষ্টা মনোনীত করা হয়।
কার্যনির্বাহী কমিটির সভাপতি সাহানা সুলতানা, সহ-সভাপতি রোমান চৌধুরী, মোঃ কামরুজ্জামান রনি। সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন ঈসা, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সম্পাদক আকিবুর রহমান লিটন, এস এম মোমো, তাইফুন্নাহার। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মোক্তার হোসেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃকামরুল ইসলাম, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেরাজ রাব্বী। গনসংযোগ বিষয়ক সম্পাদক মোঃ মহীউদ্দীন। গনসংযোগ বিষয়ক সহ সম্পাদক রিতা আক্তার রিয়া। কার্যনির্বাহী সদস্য সানজিদা খানম মুক্তা।
আগামী ২৫ শে জানুয়ারি শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে, মুক্তিযুদ্ধ ভিত্তিক সামাজিক সংগঠন, হৃদয়ে পতাকা ২ মার্চের একযুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় উপস্থিত থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ এবং অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
হৃদয়ে পতাকা ২ মার্চ এর নবনির্বাচিত সভাপতি সাহান সুলতানা ও সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন ঈসা নতুন কমিটি অনুমোদন দেওয়ায় বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী আ স ম আবদুর রব এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে আজ মুক্তিযোদ্ধা উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক এর কাছে আগামী ২ মার্চ জাতীয়ভাবে পতাকা দিবস পালন করার জন্য একটি প্রতিনিধি দলের তালিকা প্রেরণ করেন।
আগামী ১৩ জানুয়ারি সোমবার মুক্তিযোদ্ধা উপদেষ্টার সাথে হৃদয়ে পতাকা ২ মার্চ এর নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করবেন।
মন্তব্য করুন