
সাভার আমিন বাজার মধুমিতা মডেল টাউন সংলগ্ন কান্দি ভাকূর্তা নামক স্হানে ফজলুল করিম বাদলের গরু খামার সহ একাধিক ব্যাবসায়িক প্রতিস্ঠানে হামলা চালিয়েছে স্হানীয় কিছু বিএনপির নামধারী সন্ত্রাসী নাদিম ও ওহাব বাহিনী সহ অর্ধশতাধিক সন্ত্রাসীরা।
এই ঘটনায় শনিবার (৩ জানুয়ারি) সাভার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ফজলুল করিম বাদল।
অভিযোগ সূত্রে জানা যায়, ৩ জানুয়ারী বিকেলে কিছু বিএনপির নামধারী সন্ত্রাসী নাদিমে ও ওহাবের নেতৃত্বে ৫০ থেকে ৮০ জন দুষ্কৃতকারী তার ব্যাবসায়ীক খামারে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর করে। এতে ক্ষতি হয়েছে অন্তত ১৫ লাখ টাকার উপরে।এছাড়া খামারের ভীতর থাকা অনেক প্রয়োজনীয় জিনিস পত্র লুট করে নিয়ে যায় বলে দাবী ফজলুলের।
প্রত্যক্ষদর্শী খামারে থাকা দ্বায়িত্বরত ম্যানেজার বলেন, নাদিম ও ওহাব সহ আরো অর্ধাশতাধিক বহিরাগত কয়েকজন এসেছিল। তারা ভাঙচুর চালিয়েছে।
ভুক্তভোগী খামারের মালিক ফজলুল বাদল বলেন, আমি জরুরী কাজে ঢাকায় ছিলাম। এ সময় বি এন পি সমর্থিত নাদিমসহ একদল দুষ্কৃতকারী আমার খামারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। হামলাকারীদের হাতে লোহার রড ও দেশীয় অস্ত্র ছিল।
এদিকে হামলার ঘটনায় জড়িত থাকার ঘটনাটি সাংবাদিকদের কাছে মিথ্যা বলে দাবি করেছেন অভিযুক্ত নাদিম। তার দাবি, বাদল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এতদিন আত্মগোপনে ছিল। সে আসার খবর পেয়ে তার ব্যাবসায়িক প্রতিস্ঠানে গিয়েছিলাম, তাকে না পেয়ে ফিরে আসি। হামলা বা জিনিসপত্র ভাঙচুরের অভিযোগ মিথ্যা।
সাভার থানার ওসির সাথে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্তের প্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন