
চুয়াডাঙ্গার আন্দুলবাড়ীয়া বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল ডিসপ্লেতে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যার পর এ দৃশ্য দেখে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। ঘটনাটি নিয়ে মূহুর্তের মধ্যে এলাকায় উত্তেজনা দেখা দেয়। বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান,বুধবার সন্ধ্যার পর আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে ওঠে।
এ প্রসঙ্গে আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের সার্ভারে ডিজিটাল ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখাটি মাগরিবের নামাজের আগে হঠাৎ ভেসে ওঠে।
স্থানীয়রা দেখেই মোবাইল ফোনে জানালে দ্রুত বিষয়টি শাহাপুর ক্যাম্পের আইসি মেহেদী ও উপজেলা নির্বাহী অফিসার আল-আমীনকে জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার ও জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাৎক্ষণিক সার্ভারটি বন্ধ করে দেন। কিন্ত এটা কিভাবে হয়েছে এবং কারা করেছে তা আমাদের জানা নেই। তবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় সাধারণ ডাইরি করা হয়নি।
এ বিষয়ে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আল-আমীন বলেন, ঘটনাটি শোনার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। তিন কার্য দিবসের মধ্যে ওই কমিটি তদন্ত শেষে প্রতিবেদন দেবে। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে এ ঘটনাটির ব্যাপারে জীননগর থানায় সাধারণ ডাইরি কেনো করা হয়নি- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের পরামর্শে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে সে কারণে থানায় সাধারণ ডাইরি করা হয়নি।
মন্তব্য করুন