
প্রত্যেক মানুষের একটা স্বপ্ন থাকে, তার মাথার উপরে একটা নির্ভরযোগ্য ছাদ থাকবে। যা একান্তই নিজের বাড়ি হলেই সম্ভব। আর এই স্বপ্ন দেখে প্রত্যেক কর্মজীবী মানুষ। তার সমস্ত সঞ্চয় জমা করে নিজে একটি বাড়ি করবে যেখানে তার পরিবার নিয়ে তাদের ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো পূরণ করবে।
কিন্তু আমরা বরিশালবাসী এই স্বপ্ন পূরণ করতে প্রতিনিয়ত স্বপ্ন থেকে দূরে সরে যাচ্ছি। আমাদের বাড়ির প্লান অনুমোদনকারী প্রতিষ্ঠান হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন। যেখানে আমরা প্লান জমা দিয়ে বছরে পর বছর পার করছি কিন্তু আমাদের প্ল্যানগুলো কোন আলোর মুখ দেখতে পাচ্ছে না।
বারবার সিটি কর্পোরেশনের কর্ণধারগন বদল হচ্ছেন কিন্তু কারো হাত ধরে এর কোন সুফল বয়ে আসছে না। জানিনা এ অপেক্ষার পালা কবে শেষ হবে তবে আমরা আশা করি খুব শীঘ্রই উপদেষ্টা মন্ডলীর সহযোগিতার হাত প্রসারিত হবে আমাদের বরিশাল সিটি কর্পোরেশনের বাড়ি তৈরির প্লান অনুমোদনের জন্য।
মন্তব্য করুন