রাজশাহী মহানগর প্রকৌশল যুব বিভাগের কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার (১ জানুয়ারী) রাতে নগরীর লক্ষীপুর টিবি পুকুর এলাকায় প্রকৌশলী মিলনমেলা-২০২৫ এ কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান আশু।

বিশেষ অতিথি ছিলেন, এফডিইবি রাজশাহী মহানগরের সভাপতি দেওয়ান নাসিম উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাজমুল হক কাজল ও সাবেক আরপিআই সেক্রেটারী শাকিলুর রহমান। অতিথিবৃন্দ নতুন কমিটিকে সক্রিয়ভাবে কাজ করে সংগঠনকে শক্তিশালী করার জন্য আহবান জানান।

রাজশাহী মহানগর প্রকৌশল যুব বিভাগের ৮ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হয়েছেন তারিক সাইফুল্লাহ, সিনিয়র সহসভাপতি জামান হোসেন, সেক্রেটারী আরিফুল হক, সহকারী সেক্রেটারী রুহুল আমিন, সহকারী সেক্রেটারী গিয়াস কামাল, অর্থ সম্পাদক আবু হুরায়রা, সহ অর্থ সম্পাদক আরিফ বিল্লাহ, ও প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন।