
বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে (২০২৪) এর প্রথম দিনেই সারা দেশের ন্যায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পালিত হয়েছে বই উৎসব।
এ উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বই নিতে আসা শিক্ষার্থীদের মাঝে বিপুল উৎসাব উদ্দিপনা লক্ষ্য করা গেছে।
১লা জানুয়ারী বুধবার সকাল ১১ টায় মেহেন্দিগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দ শিকদারের সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মশিউর রহমান।
এছাড়াও পাতারহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরের প্রথম দিন উৎসবের মধ্য দিয়ে খুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হয়েছে। বই বিতরণ কার্যক্রম শুরুর পর মুহূর্তেই নতুন বইয়ের গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। কোমলমতি শিক্ষার্থীরা বুকের সঙ্গে দুই হাত দিয়ে নতুন বইগুলো জড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
বুধবার বেলা ১২ টায় পাতারহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে স্কুলের হল রুমে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন বই বিতরণ করা হয় ।
বই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ সেলিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খগপতি রায়, সহকারী শিক্ষা অফিসার কিরণ চন্দ্র রায়, উপজেলা যুব উন্নয়ন অফিসার নজরুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা বাঁধাভাঙ্গা উল্লাসে ফেঁটে পরেন। এসময় অভিভাবকরে মাঝে বিপুল আনন্দ উদ্দিপনা লক্ষ্য করা গেছে। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) টিটিডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই বিতরণ উৎসব পালন করেন।
মন্তব্য করুন