বরিশাল জেলার উজিরপুরে ব্যাপক আয়োজনে ছাত্রদল এর ৪৬তম প্রতিষ্ঠা উদযাপন।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর-৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উজিরপুর উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী,আলোচনা সভা ও কেক কাটা পর্বসহ দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে নেতাকর্মীরা।

এ উপলক্ষে ১লা জানুয়ারি বুধবার বেলা ১১টায় উজিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মো.মনির হোসেন সরদার ও পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ আলাউদ্দিন বেপারীর নেতৃত্বে উজিরপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. তারেক সুজন, যুগ্ম আহবায়ক অনিক আহমেদ, যুগ্ম আহবায়ক নাঈম হোসেন, যুগ্ম আহবায়ক ইমরান, সদস্য ওসমান শিকদার অলি, উজিরপুর বিএনখান ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক মো.রিয়াজ রাড়ী সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।

এসময় উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মনির হোসেন সরদার ও পৌর ছাত্রদলের আহবায়ক মো.আলাউদ্দিন বেপারী,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হাতকে আরো শক্তিশালী করার লক্ষে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।