পটুয়াখালীতে কারিতাস বাংলাদেশ এর “ব্রিজ প্রকল্প” বিষয়ক পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে “ব্রিজ: বিল্ডিং রেজিলিয়েন্স অ্যান্ড ইনক্লুশন ইন ডিজাস্টার গভর্নেন্স অ্যান্ড ইমার্জেন্সি-বাংলাদেশ” প্রকল্পের কার্যক্রম তুলে ধরা হয়। দাতা সংস্থা ইউএসএইডের আর্থিক সহায়তায় কারিতাস বরিশাল অঞ্চল দুটি জেলার চারটি উপজেলায় এ প্রকল্প কার্যক্রম শুরু করেছে।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, জেলা সমাজসেবা উপ-পরিচালক, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা, বিভিন্ন এনজিও প্রতিনিধিরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যরা।

অনুষ্ঠান পরিচালনা করেন ব্রিজ প্রকল্পের কলাপাড়া উপজেলা কো-অর্ডিনেটর জেমস রাজীব বিশ্বাস। সভায় ব্রিজ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন কারিতাস বরিশাল অঞ্চলের মিল ও নলেজ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মামুন উর রশীদ।

এই প্রকল্প দুর্যোগ মোকাবিলায় সমাজের সক্ষমতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।