পটুয়াখালী সদর উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন হাইস্কুলে ১৭ ডিসেম্বর ২০১৪ তারিখে বাদাম চাষিদের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ, ডিজিটাল আইপিএম প্যাকেজের উদ্বোধন করা হয়েছে। এটি বাদাম চাষিদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করে তাদের ফসল উৎপাদন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে সহায়তা করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. খায়েরুল ইসলাম মল্লিক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মুস্তাফিজ রহমান, এবং মদিনা টেক ও ভার্জিনিয়া টেকের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। এ উদ্বোধনী অনুষ্ঠানে পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া, কাকড়াবুনিয়া, শওলা, ভুরিয়া ও ইদ্রাকপুর গ্রাম থেকে প্রায় ৩৫০ জন বাদাম চাষি অংশ নেন।

ডিজিটাল আইপিএম প্যাকেজ একটি অনলাইন প্ল্যাটফর্ম যা বাদাম চাষিদের জন্য জমি প্রস্তুতি, সার প্রয়োগ, বীজ বপন, ফসল পরিচর্যা, এবং রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনার প্রয়োজনীয় তথ্য সহজলভ্য করবে। চাষিরা মোবাইল অ্যাপের মাধ্যমে ভিডিও, ভয়েস মেসেজ এবং ছবি আপলোড করে সরাসরি সমস্যার সমাধান ও পরামর্শ পেতে পারবেন। পাশাপাশি, নিকটস্থ কৃষি উপকরণ সরবরাহকারীদের ঠিকানা এবং কেনাকাটার পদ্ধতিও সহজেই জানতে পারবেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এটি একটি যুগোপযোগী উদ্যোগ। মোবাইল অ্যাপ ডাউনলোড করলেই চাষিরা ঘরে বসেই তাদের প্রয়োজনীয় সব তথ্য পেয়ে যাবেন। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা এই প্রযুক্তি ব্যবহার করে সরাসরি কৃষকদের সেবা প্রদান করবেন।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একটি কিউআর কোড স্ক্যানের মাধ্যমে নাম নিবন্ধন করেন এবং অনলাইন প্ল্যাটফর্মের ব্যবহার সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

ডিজিটাল আইপিএম প্যাকেজ চাষিদের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের পথ সুগম করবে এবং কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি ও আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগ পটুয়াখালীর কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।