পটুয়াখালীতে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরীর জন্য স্থানীয় অংশীজনদের সাথে আজ (মঙ্গলবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন সভায় প্রধান অতিথি ছিলেন। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের  উপপরিচালক জুয়েল রানা। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, সাংবাদিকসহ সরকারী -বেসরকারী সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় গ্রাম আদালতের কার্যক্রমের মূল বক্তব্য উপস্থাপন করেন গ্রাম আদালত প্রকল্পের জেলা ম্যানেজার রকিবুল ইসলাম। তিনি বলেন, চলতি বছরের গত ১০ মাসে এ জেলায় ৭৭ ইউনিয়নে ইউনিয়ন পরিষদের অর্ধনে গ্রাম আদালতে ১ হাজার ৯৪০ টি মামলা দায়ের করা হয়েছে এবং এর মধ্যে ১ হাজার ৯১৯ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলায় ৩ কোটি ৯৮ লাখ ১০ হাজার ৫৭৩ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। নির্ধারিত লক্ষামাত্রার মধ্যে ২.৫১ শতাংশ মামলা দায়ের ও ২.৪৯ শতাংশ নিষ্পত্তি করা হয়েছে।

তিনি বলেন, গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতির সুচকে দেশের মধ্যে পটুয়াখালী জেলার অবস্থান দ্বিতীয়। তবে আমাদের কার্যক্রম আরও গতিশীল করতে হবে।

তিনি বলেন, গ্রাম আদালতে ভুক্তভোগী ছোটোখাটো বিরোধ,  ৩ লাখ টাকা  পর্যন্ত ক্ষতির মামলা দায়ের করতে পারেন। অপরাধ সংঘটনের ৩০ দিনের মধ্যে ফৌজদারি ও ৬০ দিনের মধ্যেদেওয়ানী মামলা দায়ের করতে পারেন।  ফৌজদারি মামলায় ২০ টাকা ও  দেওয়ানী মামলায় ১০ টাকা ফি দিয়ে যে কোন ভুক্তভোগী মামলা করতে পারেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক আবু হাসনাত  মোহাম্মদ  আরেফীন বলেন, পটুয়াখালীর গ্রাম  আদালত কার্যক্রমের অগ্রগতি সন্তোষজন। গ্রাম আদালত আইন যথেষ্ট ভালো একটি আইন এটা কার্যকর হলে প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত হবে খুব সহজেই স্থানীয় ভাবে বিরোধ নিষ্পত্তি হবে।