
পটুয়াখালীর কলাপাড়ায় দীর্ঘ ২১ বছর পর বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সেলিম ভূইয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৭ ডিসেম্বর সকাল ১০ টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মলনে উপস্থিতি মতামত ও প্রস্তাব সমর্থনের মাধ্যমে মুসুল্লিয়াবাদ এ কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফকরুল ইসলামকে সভাপতি ও খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাইনুল ইসলাম সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে লালুয়া এসকেজেবি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবুল বাশার, সিনিয়র সহ-সভাপতি হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আল এমরান হারুন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেনসহ মোট ১২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নব নির্বাচিত এ কমিটি আগামী ২ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
দ্বি-বার্ষিক এ সম্মেলনে হাজিপুর মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মো. শাহজালাল মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি পটুয়াখালী জেলা শাখার আহবায়ক পূর্ব বড়বিঘাই জনতা মাধ্যমিক বিদ্যালয়ের (অব:) প্রধান শিক্ষক এম এ মতিন। এতে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সদস্য সচিব মো. মনজুরুল আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার যুগ্ন-আহবায়ক দক্ষিণ ধরান্দি মাধ্যমিক বিদ্যালয়ের (অব:) প্রধান শিক্ষক হুমায়ুন কবির খান (মজনু), বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার যুগ্ন-আহবায়ক ও হেতালিয়া মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক শবনম মুস্তারী (পিরু), বাংলাদেশ শিক্ষক সমিতি পটুয়াখালী জেলা সদস্য ও লোহালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামসহ কলাপাড়ার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ, সহকারী প্রধানগণ, সহকারী শিক্ষক-শিকিক্ষাসহ শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা শিক্ষকদের ঘরভাড়া, চিকিৎসা ভাতা, অবসর সুবিধা, উৎসব ভাতা সকল সুযোগ-সুবিধার ন্যায্য দাবিসহ নানা বঞ্চনার কথা তুলে ধরে তা নিরসনে মাধ্যমিক শিক্ষকদের জাতীয় করণ করার জোর দাবী জানান।
মন্তব্য করুন