পপটুয়াখালীর কলাপাড়ায় দেশে প্রথমবারের মতো বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত পাটের পরিবর্তে উচ্চ ফলনশীল পাট জাতীয় কেনাফ ও কেনাফ শাকের বীজ উৎপাদন জনপ্রিয়করণ ও সম্প্রসারণ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে বারোটায় পাখিমারা পাট গবেষণা উপকেন্দ্রে বিজেআরআই অঙ্গ পার্টনার প্রকল্পের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বিজেআরআই খামার ব্যবস্থাপনা ইউনিট এর পিসও কৃষিবিদ ড.মো. লুৎফর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিজেআরআই’র সিএসও কৃষিবিদ ড. গোলাম মোস্তফা, কৃষিবিদ ড.এ কে এম শাহাদাৎ হোসেন ও বিজেআরআই’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের পিএসও কৃষিবিদ মো. কামরুজ্জামান।

এসময় বক্তারা বলেন, রাস কিটনাশক এবং নিড়ানী ছাড়াই লবণাক্ত ও অনুর্বর জমিতে কেনাফ ফলন ভালো হয়। কেনাফ চাষ করলে কৃষকরা অধিক লাভবান হতে পারবেন। তাই কৃষকদের অনুর্বর জমিতে উচ্চ ফলনশীল কেনাফ চাষাবাদের পরামর্শ দেন তারা।