দিনাজপুর নবাবগঞ্জে ৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) দায়িত্ব মোছাঃ নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ আসাদুজ্জামান ও উপজেলা মৎস অফিসার মোঃ হানিফ উদ্দিন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আঃ ওয়াদুদ ও উপজেলা সমাজসেবা অফিসার শুভ্র প্রকাশ চক্রবর্তী , উপজেলা সমবায় অফিসার মোঃ নাসিমুল হক, সাবেক বীরমুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ দবিরুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তরিকুল ইসলাম, ২নং বিনোদ নগর ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ফতেহ, বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সাজ্জাদ আল মামুন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মোক্তাদির হোসেন বকুল, ৯ নং কুশদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম আনু, অধ্যক্ষ মোঃ আবু হেনা মোস্তফা কামাল সবুজ, অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, প্রধান শিক্ষক মোঃ এনামুল হক, নবাবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ মতিয়ার রহমান,যুগ্ন আহবায়ক মোঃ ছানা উল্লাহ, নবাবগঞ্জ উপজেলা জামাতে ইসলামীর আমির মোঃ নজরুল ইসলাম, জামাতে ইসলামীর যুবনেতা মোঃ সেলিম রেজা প্রমুখ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।