
তাবলীগ জামাত বাংলাদেশ, পটুয়াখালী জেলার নিজামুদ্দিন মার্কাজ অনুসারীরা আজ জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সেনাবাহিনীর কমান্ডিং অফিসারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধান বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপিতে তাবলীগের বিশ্ব আমীর হযরত মাওলানা সা’দ কান্দলভী (দাঃবাঃ) এর বাংলাদেশে আগমনের অনুমতি ও দেশের সকল মসজিদে বাধাহীনভাবে তাবলীগের কাজ পরিচালনার দাবি জানানো হয়।
তাবলীগের নেতৃবৃন্দ জানান, গত ৭ বছর ধরে মাওলানা সা’দ কান্দলভী (দাঃবাঃ) বাংলাদেশে আসতে পারছেন না। তাঁকে বিশ্ব ইজতেমায় আমন্ত্রণ জানালে বিভিন্ন দেশ থেকে বহু আলেম ও ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে।
এছাড়া, মাওলানা জুবায়েরপন্থী একটি গোষ্ঠীর মাধ্যমে তাবলীগের কাজ বাধাগ্রস্ত করার অভিযোগ তুলে দেশের সকল মসজিদে তাবলীগের কাজ নির্বিঘ্নে চালানোর জন্য আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে পটুয়াখালী তাবলীগ জামাতের আহমেদ ফয়সাল, মাহমুদুর রহমান লিটু, ও আল-আমিন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন