পটুয়াখালীর দশমিনায় আশ্রয়ণ-২ প্রকল্পের উপকারভোগীদের দশ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সনদ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাফিসা নাজ নীরার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজীজ, মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ সামছুন্নাহার খান ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাফর আহমেদ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ লিটন বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টু প্রমুখ ।

সভাপতি তার স্বাগত বক্তব্যে বলেন উপজেলায় আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ২৬০ টি ঘর নির্মাণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আশ্রয়ন প্রকল্পে পুনর্বাসিতদের সাবলম্বী করার লক্ষ্যে হাঁস মুরগি, গবাদি পশু, শাক সবজি, স্বাস্থ্য ও সেবাসহ দশদিন ব্যাপী বিভিন্ন বিষয় প্রশিক্ষণের মাধ্যমে সনদ বিতরন করা হয়।