
পটুয়াখালীর গলাচিপায় ২০২৪ সালের অর্থনৈতিক শুমারি উপলক্ষে উপজেলা ও পৌরসভা শুমারি স্থায়ী কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক বাস্তবায়িত অর্থনৈতিক শুমারির মাঠপর্যায়ের মূল তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন উপজেলা পরিসংখ্যান অফিসার মো. মাসুদ।
তিনি জানান, গলাচিপায় অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ১০ ডিসেম্বর শুরু হয়ে চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। এ সময় ৮৬ জন তথ্য সংগ্রহকারী, ১৭ জন সুপারভাইজার, ২ জন জোনাল অফিসার এবং ১ জন উপজেলা শুমারি সমন্বয়কারী দায়িত্ব পালন করবেন। দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। এতে সারাদেশের অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং বাসা-বাড়ি থেকে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করা হবে।
সভায় জানানো হয়, এবারের শুমারিতে নতুনত্ব হিসেবে প্রথমবারের মতো অনলাইন ব্যবসা ও ডিজিটাল অর্থনীতির তথ্য অন্তর্ভুক্ত করা হবে। এতে দেশের ডিজিটাল অর্থনীতির সঠিক চিত্র পাওয়া সম্ভব হবে। এছাড়া, ১০ বছর পর আবারও এই শুমারি পরিচালিত হবে। এর জন্য জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন কৃষি অফিসার, সমাজসেবা অফিসার, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসার, যুব উন্নয়ন অফিসার, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, চরকাজল, গোলখালী ও বকুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান, গলাচিপা সরকারি কলেজ ও মহিলা কলেজের প্রতিনিধি, সরকারি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক এবং গণমাধ্যমকর্মী প্রমুখ।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা অর্থনৈতিক শুমারির সফল বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
মন্তব্য করুন