পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা কৃষক সমিতির উদ্যেগে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার তেগাছিয়া বাজারে কৃষকদের ন্যায্য দাবী তুলে ধরে এ মানববন্ধন ও সমাবেশ করা হয়।

এতে কৃষকের ন্যায্য দাবীগুলো ছিল, ধানের মন ৪৬ কেজির পরিবর্তে ৪০ কেজিতে পরিমাপ করা, সকল প্রকার স্লুইস, খাল, বিল, নদী নালা, জলাশয় অবমুক্ত করা, কৃষকদের কাছ থেকে লাভজনক মূল্যে ধান ক্রয় করা, পল্লী রেশনিং চালু, সকল প্রকার খালের লীজ বাতিলসহ বিভিন্ন দাবীতে এ কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় কৃষক শাহআলম হাওলাদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জি, এম মাহবুবুর রহমান, সহ-সভাপতি আমিনুল ইসলাম, সম্পাদক আতাজুল ইসলাম, সদস্য কমরেড নাসির তালুকদার, প্রচার সম্পাদক নয়নাভিরাম গাঈনসহ প্রমূখ নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, এক শ্রেনীর মহাজন ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে ৪৬ কেজিতে ধানের মন কিনে নিজেরা ৪০ কেজিতে মন বিক্রি করছে। যাতে কৃষকের ধান মনে ৪ কেজি করে লোপাট করছে। এছাড়াও কৃষকের স্বার্থে কোন খাল লিজ দেয়া যাবে না। তারা আরো বলেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে।