
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি লড়াই করবে এবং এই নির্বাচনে জাতীয়তাবাদী সৈনিকেরা যাকে চাইবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান তাকেই মনোনয়ন দেবেন।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীর দশমিনা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। দশমিনা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই জনসভায় তিনি আরও বলেন , বিএনপি জনসাধারণের নিরাপত্তায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে এবং কাউকে হামলার শিকার হতে দেয়নি।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, “যুগের পর যুগ আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে এই জনপদে বাস করে আসছি। আপনাদের কোনো সমস্যার সৃষ্টি হলে আমরা তা প্রতিহত করবো।” তিনি আরও বলেন, “সমন্বিতভাবে কাজ করে আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের বিজয় ছিনিয়ে আনতে হবে।” দলের নেতাকর্মীদের আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকার আহ্বান জানান তিনি।
দশমিনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম তালুকদারের সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন