
মেহেন্দিগঞ্জে পুর্ব শত্রুতার জেরে অসহায় পরিবারের উপর হামলা চালিয়ে তাসনিয়া আক্তার (১৭) নামের এক কিশোরী মেয়েকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি শনিবার সকালে মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের উত্তরচর এলাকায় ঘটেছে।
আহতের পরিবার সুত্রে জানা গেছে একই এলাকার প্রতিবেশী মামুন রাঢ়ীর সাথে দীর্ঘদিন পর্যন্ত জমিজমাসহ পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াঝাটি চলে আসছে। যারফলে দিনের পর দিন অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে আহত তাসনিয়ার পরিবার।
তাসনিয়ার পিতা বাসেদ মাঝি জানান আমি একজন হতদরিদ্র মানুষ। জীবিকার টানে ঢাকা সদরঘাটে নৌকা চালিয়ে কোনরকম জীবিকা নির্বাহ করি। আমার স্ত্রী সন্তানাদী নিয়ে বাড়িতে বসবাস করেন। আমি বাড়িতে না থাকার সুবাধে বিবাদীরা গত ৩-৪ বছর যাবত ক্ষমতার প্রভাব খাটিয়ে আমাদের উপর একের পর এক হামলা মামলাসহ বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে আসছে। তাদের ভয়ে আমার স্ত্রী ও সন্তানাদী বাড়ি থেকে বের হতে পারে না। যার কারণে তাদের ভয়ে আমার বসতঘরসহ জমিটুকু ১০ লাখ টাকার পরিবর্তে মাত্র ৩ লাখ টাকায় আমাদের এক প্রতিবেশী আবুল আকনের কাছে বিক্রি করিয়া দিলে বিবাদীরা তাকেও বিভিন্ন রকমের হুমকী ধামকী দেয় এমনকি আমার বিক্রিকৃত টাকা আত্মসাৎ করার চেষ্টা করিলে স্থানীয় গন্য মান্য ব্যক্তিরা বিষয়টি জানিতে পারিয়া আমার টাকা উদ্ধার করিয়া দেয়। বর্তমানে আমি পরিবারসহ একই ইউনিয়নের দাদপুর এলাকায় বসবাস করার জন্য একটি ভাড়া বাসায় উঠি।
রবিবার সকালের দিকে আমার বসতঘরে থাকা মালামাল আনার জন্য গেলে বিবাদীরা আমার মেয়ে ও আমার বোনকে মালামাল না নেওয়ার জন্য হুমকী প্রদান করেন এবং অকত্থ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে মামুন রাঢ়ী, সুমন রাঢ়ী, রানু বেগম, সান্তনা বেগম সহ কয়েকজনে মিলে আমার মেয়ে মোসাঃ তাসনিয়া আক্তার (১৭) কে মারধর করেন এবং আমার বসতঘরের অন্যান্য মালামাল বাড়ির সামনের পুকুরে ফেলে দেয়। আমার মেয়ের চিৎকার শুনে আশে পাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করেন।
এই ঘটনায় তাসনিয়ার বাবা বাসেদ মাঝি বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয় অভিযুক্ত মামুন রাঢ়ীর মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন