
“ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই; ধর্ম যার যার, রাষ্ট্র সবার” — এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় পটুয়াখালী প্রেস ক্লাব চত্ত্বরে এই সমাবেশে কয়েক শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এই কর্মসূচিতে ধর্মীয় সংখ্যালঘুদের ৮ দফা দাবির বাস্তবায়ন এবং সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের আহ্বান জানানো হয়। এছাড়া, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তসহ দেশের বিভিন্ন জেলায় নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিও জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা শাখার সভাপতি অতুল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, সিনিয়র সহ-সভাপতি তপন কুমার কর্মকার,সহ-সভাপতি সমীর কর্মকার, কোষাধক্ষ্য দিলীপ কুমার দাস এবং সদর থানার সভাপতি স্বপন চক্রবর্তী,সাংবাদিক কাজল বরন দাস, বাংলাদেশ পূজা উউদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় খাসকেল প্রমূখ।
বক্তারা বলেন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা ও নির্যাতন অব্যাহত থাকবে। তারা আরও বলেন, রাষ্ট্রের উচিত সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা।
বক্তারা বলেন, ৮ দফা দাবির মধ্যে রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা, জবাবদিহিমূলক তদন্ত এবং সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ। বক্তারা আশা প্রকাশ করেন, সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এই কর্মসূচির মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘুরা একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান, যাতে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে।
মন্তব্য করুন