
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা সদর ইউনিয়নের পশুরী বুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ছয় দরিদ্র পরিবারের হাতে টিউবওয়েল তুলে দেওয়া হয়।
মাওলানা মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরা কমিটির সদস্য জনাব আলহাজ্ব মোহাম্মদ মিজানুর হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তর আদাবর থানার যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মেট্রোরেল এর ডিজিএম। বিশিষ্ট সমাজ সেবক মীর মোঃ জসিম উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক খেলাফত মজলিস পটুয়াখালী জেলা শাখার৷ অধ্যক্ষ মোঃ কামরুল আহসান, সাধারণ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাংগাবালী উপজেলার হাফেজ মাওলানা মোঃ আব্দুল হান্নান।
জনাব মোঃ মাঈনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, খেলাফত মজলিস, পটুয়াখালী জেলা শাখা।
মন্তব্য করুন