
লোভ মোহ পেছনে ফেলে চরম প্রতিকূল পরিস্থিতিতেও দীর্ঘ বছর ধরে মানবতার সেবায় নিজেকে উজাড় করে দিয়ে যাচ্ছেন বিএনপি নেতা এ্যাডভোকেট এম হেলাল উদ্দিন। বিপন্ন সময়েও তার মানবিকতায় বেঁচে থাকার নতুন দিশা পেয়েছেন হিজলা-মেহেন্দিগঞ্জের বিপন্ন মানুষগুলো। শত প্রতিকূলতা ডিঙ্গিয়ে তিনি কাজ করে চলেছেন। এসবের মাঝে তার তৃপ্তি কেবল মানুষের ভালোবাসাতেই। নিপীড়িত মানুষকে তিনি বুকে টানেন। দিন দিন এলাকায় সুনাম কুড়িয়ে যাচ্ছেন।
একই ধারাবাহিগতায় স্পেশাল আদালত (ঢাকা জজকোর্ট) এর সরকারি পি পি হয়ে শুক্রবার সকালে ঢাকা থেকে সংক্ষিপ্ত এক সফরে নিজ মাতৃভূমি মেহেন্দিগঞ্জে আসলে উলানিয়া লঞ্চ ঘাটে শতশত নেতা কর্মীদের ভালোবাসায় ভূষিত হন বিশিষ্ট আইনজীবী ও সমাজ সেবক, এ্যাডভোকেট এম হেলাল উদ্দিন।
পরে উলানিয়া বাজারের স্থানীয় লোকজনের সাথে কুশল বিনিময় শেষে উপজেলার চরএককরিয়া ইউনিয়নের উত্তরচর গ্রামের নিজ হাতে গড়া গাজী বাড়ির জামে মসজিদটি পরিদর্শন করেন এবং জুমার নামাজ আদায় করেন।
পরিদর্শনকালে উপস্থিত মুসুল্লিদের উদ্দেশ্যে এ্যাডভোকেট এম হেলাল উদ্দিন বলেন আমি যখন মানুষের কল্যানে কাজ করতে এগিয়ে আসি তখনই বিগত অবৈধ সরকারের এমপি পংকজ নাথ এর পেটুয়া বাহিনী গভীর রাতে আমার চানপুর ইউনিয়নের বাড়িতে ডুকে ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট চালায়। ওই রাতে আমার বৃদ্ধা বাবা-মা ঘরে ছিলেন সন্ত্রাসীরা তাদেরকে অনেক অপমান করেছে, কিন্তু দুনিয়ার আদালতে কোন বিচার চাইনি, বিচার দিয়ে রেখেছি আল্লাহর আদালতে। তিনি বলেন আমি এবং আমার মা বাবা অপরাধীদের ক্ষমা করে দিয়েছি, আল্লাহ যদি তাদের ক্ষমা করেন। এতো কিছুর পরেও থেমে যাইনি, উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ২১টি মসজিদ নির্মাণ করেছি।
মানবতা ফাউন্ডেশনের ব্যানারে মসজিদ মাদ্রাসার কাজ এবং অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
এ সময় তিনি আগামী দিনগুলোতে মেহেন্দিগঞ্জের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন এজন্য উপস্থিত সকল মুসল্লিদের কাছে দোয়া কামনা করেন এবং সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক এবং ঐক্যভাবে পরস্পর পরস্পরের সাথে মিলেমিশে কাজ করার আহবান জানান এম হেলাল উদ্দিন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন বরিশাল জেলা তাঁতী দলের আহবায়ক ইউনুসুর রহমান জুবায়ের, উওর জেলা কৃষক দলের সদস্য সোহেল হোসেন চুন্নু, হিজলা উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফারুক খান, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা লুৎফুল্লাহ, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক আরমান হোসেন সুমন বিশ্বাস, বিএনপি নেতা রফিকুল ইসলাম, উপজেলা তাঁতী দলের সহ-সভাপতি জামাল হাওলাদার, চানপুর ইউনিয়ন কৃষক দলের যুগ্ন-আহবায়ক জাফর তালুকদার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন