কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত চাকামাইয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম (৪০) প্রায় পাঁচ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে, (ইন্না লিল্লাহি…..রাজিউন)।

শনিবার ১৯ অক্টোবর গভীর রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে ৩ ছেলে এবং ১ মেয়ে ও স্ত্রী রেখে গেছেন তিনি। তিনি চাকামইয়া ইউপির ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সোমবার ২১ অক্টোবর সকাল ৯ টায় নিহতের নামাজের জানাজা শেষে চাকামইয়া ইউনিয়নের এলাকায় তার নিজ বাড়িতে দাফন সম্পন্ন হবে বলে জানান পরিবারের সদস্যরা।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ১৫ অক্টোবর দুপুর ১ টায় কলাপাড়া-পটয়াখালী মহাসড়কের সিক্সলেন সংলগ্ন সড়কে বরিশালগামী বাস রুদ্র তূর্য তাকে চাপা দেয়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। বরিশাল শেবাচিমের চিকিৎসকরা অবস্থার আরো অবনতি হলে তাকে ঢাকায় পাঠিয়ে দেন। সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ৫ দিন পর মারা যান তিনি।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গভীর শোক জানিয়েছেন চাকামইয়া ইউপি, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।