
দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী রিপন হোসেন (৩৭) কে গ্রেপ্তার করেছে।
গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করে দিনাজপুর জেল- হাজতে পাঠিয়েছে। গ্রেপ্তারকৃত রিপন উপজেলার বিশাপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সুজন মিঞা জানান, ২০০৯ সালে ঢাকার যাত্রাবাড়ী থানার মাদক মামলায় আদালত রিপনকে যাবজ্জীবন সাজা দেয়। এরপর থেকে রিপন পলাতক ছিল।
গতকাল মঙ্গলবার গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে হাকিমপুর থানার এসআই আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশ গাজীপুর মহানগর এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রিপনকে গ্রেপ্তার করে। আজ বুধবার দুপুরে তাকে দিনাজপুর জেল-হাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন