
মির্জাগঞ্জের সুবিদখালী বাজার কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করছেন বরিশাল বিভাগীয় কমিশনার ও পটুয়াখালী জেলা প্রশাসকসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
শনিবার (১২ অক্টোবর) রাত ৯টায় উপজেলার সুবিদখালী সর্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির কমপ্লেক্সের সভাপতি এ্যাডভোকেট কালা চাঁদ সাহার সভাপতিত্বে মন্দির প্রাঙ্গনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন,মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতার্ (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম প্রমূখ। এসময় মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদারসহ আনসার বাহিনী ও মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ফায়ার ফাইটাররা উপস্থিত ছিলেন।
সভায় নিশ্ছিদ্র নিরাপত্তায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারায় সন্তোষ প্রকাশ করে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান মন্দির কমিটির নেতৃবৃন্দ।
মন্তব্য করুন