পটুয়াখালী জেলা ও মির্জাগঞ্জ উপজেলার বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা মির্জাগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন, হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করেছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন নান্নুর নেতৃত্বে বিএনপি নেতারা উপজেলার পূর্ব সুবিদখালী সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির, সুবিদখালী বাজার সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির ও মির্জাগঞ্জ বাজার দুর্গা মন্দির পরিদর্শন করেন। জামায়েত ইসলামী বাংলাদেশ মির্জাগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা মোঃ সিরাজুল হকের নেতৃত্বে জামায়েত ইসলামী নেতৃবৃন্দ দেউলী দুর্গা মন্দিরসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

পূর্ব সুবিদখালী সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের সভাপতি অমল কৃষ্ণ দাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। এসময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোঃ মোস্তাক আহমেদ পিনু,সদস্য মোঃ দেলোয়ার হোসেন নান্নু, মোঃ আসফাকুর রহমান বিপ্লব, পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আহসানউল্লাহ পিন্টু সিকদার, যুগ্ম সম্পাদক মোঃ হারুন অর রশিদ মুন্সি, পূর্ব সুবিদখালী সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরে উপদেষ্টা এ্যাড. চিত্তরঞ্জন দাস, সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র মালী, অবসরপ্রাপ্ত ডাঃ রবীন্দ্রনাথ হাওলাদার, পূজা উদযাপন কমিটির সভাপতি তারক দাসসহ হিন্দু সম্প্রদায়ের লোকজন