
পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিবেশী দেশ ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত কুলাঙ্গার রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নীতেশ নারায়ণ কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা:)কে কটুক্তি করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা মো. মজিবুর রহমান চুন্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ উপজেলা শাখার সদস্য মোস্তাফিজুর রহমান, মাওলানা বিল্লাল, মাওলানা মো. আলমগীর, মাওলানা মো. রহিম, মাওলানা মো. সোলায়মান, বাংলাদেশ জমইয়াতে যুব হিজবুল্লাহ উপজেলা শাখার সদস্য মাওলানা হেমায়েত উদ্দিন, বাংলাদেশ জমইয়াতে ছাত্র হিজবুল্লাহ উপজেলা শাখার সদস্য হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, অন্তবর্তী সরকারের কাছে আহ্বান জানাচ্ছি মহানবী হযরত মুহাম্মদ (সা:)কে কটুক্তি করায় প্রতিবেশী দেশ ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত কুলাঙ্গার রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নীতেশ নারায়ণকে আইনের আওতায় এনে চরম দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়। তা না হলে তারা লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন