গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষে, মাদকবিরধী আন্দোলন গোবিন্দগঞ্জ এর আয়োজনে, শনিবার দুপুরে ঢাকা রংপুর মহাসড়কে ঘন্টা ব্যাপী শত শত ছাত্র ও সুশীল সমাজের উপস্থিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাফরিন জাহেদ জিথি, মহিলা কলেজের প্রভাষক শাহা আলম সরকার, থানার পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম, নাগরিক কমিটির আহব্বায়ক এম এ মতিন মোল্লা সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ও শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।