
২০২৪-২০২৫ অর্থবছরে পটুয়াখালী সদর উপজেলার যুবদের কর্মসংস্থান ও আত্মকর্মস্থান সৃষ্টির লক্ষ্যে বিউটিফিকেশনের উপর ৭দিন ব্যাপি অপ্রতিষ্ঠানিক ভ্রাম্যমান প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেল ৩টায় সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে যুবদের কর্মসংস্থান ও আত্মকর্মস্থান সৃষ্টির লক্ষ্যে বিউটিফিকেশনের উপর ৭দিন ব্যাপি অপ্রতিষ্ঠানিক ভ্রাম্যমান প্রশিক্ষণ উদ্বোধন করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফাত আরা জামান ঊর্মি।
সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কুদ্দুসুর রহমান এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকমল হোসেন খান, শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাহিমা মিনি প্রমুখ।
যুবদের কর্মসংস্থান ও আত্মকর্মস্থান সৃষ্টির লক্ষ্যে বিউটিফিকেশনের উপর ৭দিন ব্যাপি অপ্রতিষ্ঠানিক ভ্রাম্যমান প্রশিক্ষণ প্রদান করবেন সারমিন বেগম। প্রতিদিন বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৩০ জন প্রশিক্ষার্থী প্রশিক্ষণে অংশ গ্রহণ করছে।
মন্তব্য করুন