“গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন” স্লোগান কে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আত্রাই উপ-শাখার আয়োজনে সেপ্টেম্বর মাস ব্যাপি “গ্রাহক সেবা মাস” উদযাপন উপলক্ষে উপজেলার সাহেবগঞ্জ ব্যাংক চত্তর বিল্ডিংয়ে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।

গ্রাহক সমাবেশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আত্রাই মদিনাতুল উলুম মাদ্রাসার মুহাতামিম মাওলানা মোহাম্মদ মুজাহিদ খান, আত্রাই উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ খান৷ ডলার, আত্রাই উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও:আব্দুল বাকি, আত্রাই সাব রেজি: অফিস জামে মসজিদের ইমাম মাও: আব্দুল আলিম, শিক্ষক জনাব মো: হযরত আলী।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সুধীসমাজ ও গ্রাহকগন।