
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীরের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) নেতৃবৃন্দ।
আজ সোমবার দুপুর ১২টার দিকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তার দপ্তরে সৌজন্য সাক্ষাত করেন নেতৃবৃন্দ। সাক্ষাতকালে নেতৃবৃন্দ, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সহকারী মহাসচিব ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের সহসভাপতি ও মানবাধিকার কর্মী মঈন উদ্দীন, নির্বাহী সদস্য সোহেল মাহবুব, আরইউজের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক ও অন্যন্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন