
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়, আর্থিক অনুদান প্রদান এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৭ সেপ্টেম্বর) সকাল ৯ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়, আর্থিক অনুদান প্রদান ও দোয়া অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারী জেনারেল মোয়াযযম হোসাইন হেলাল বলেছেন, দেশের অন্তবর্তী সরকারকে বলবো দেশের জনগণের প্রত্যাশা পূরণ হয় সেই ভূমিকা রাখুন। যেই ধরনের সংস্কার দরকার সেই সংস্কারের উদ্যোগ আপনারা নিন। বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী যেন একটি সরকার গঠন হতে পারে তার উদ্যোগ আপনারা নিন।
যারা আয়না ঘরে এখনো বন্দী আছে তাদেরকে মুক্ত করার পদক্ষেপ নিন। যারা ধ্বংসযজ্ঞের সাথে জড়িত তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। যারা নিষ্ঠুরতা করেছে তাদের ক্ষমা পাওয়ার কোন সুযোগ নেই।
যারা নিহত হয়েছে তাদের স্থায়ীভাবে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। জামাতে ইসলামের শীর্ষ পর্যায় নেতৃবৃন্দদের হত্যা করা হয়েছে। তারা চেয়েছিল জামাতকে নিঃশেষ করে দিতে সেই স্বপ্ন পূরণ হয়নি। যারা শহীদ হয়েছেন বিশ্ববাসী তাদেরকে সম্মানের সাথে স্মরণ করেন। এ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ যে পর্যায়ে পৌঁছেছে তাকে নস্যাৎ করে দেওয়ার জন্য অপচেষ্টা চলছে আপনাদেরকে অতন্দ্র প্রহরী হিসেবে সজাগ থাকতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা আমীর অধ্যাপক মুহম্মদ শাহ্আলম-এর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিনের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মাওলানা এ কে এম ফকরুদদ্দীন খান রাযী, জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি সহ জেলা জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত জেলার ২২ শহীদ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেয়ার পাশাপাশি তাদের হাতে এক লক্ষ টাকা করে অনুদানের চেক তুলে দেন অতিথিবৃন্দ। এসময় কান্নায় ভেঙ্গে পরেন শহীদ পরিবারের সদস্যরা। এর আগে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন