
কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ থেকে চাল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিতরন করা হয়েছে উপকার ভোগীদের মাঝে। এ দাবি করে উপকার ভোগিদের নিয়ে মানববন্ধন করেছে টিয়াখালী ইউনিয়নের ১,২ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য রাবেয়া লিজা। বুধবার সন্ধ্যায় টিয়াখালী ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওই এলাকার অর্ধশতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
বুধবার শেষ বিকেলে সরেজমিনে গেলে মানববন্ধনে অংশ নেয়া ইউপি সদস্য রাবেয়া লিজা বলেন, সোমবার আমার ওয়ার্ডের তালিভুক্তদের মধ্যে চাল বিতরন করার কথা ছিলো। সে অনুযায়ী আমার এলাকার সব লোকজন চাল নিতে আসে। তারা আসার পর চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী কাওসার তালিকাভুক্ত চাল না পাওয়া ১৫ জনসহ সবার বই নিয়ে জোড় করে স্বাক্ষর করান। কিন্তু সন্ধ্যা পর্যন্ত ১৫ জনকে চাল না দেয়ায় তারা বাড়িতে ফিরে যাই। এরপর মঙ্গলবার দিন চাল দেয়ার কথা বলে বইগুলো ফেরত দিয়ে দেয়। মঙ্গলবার আমি ইউএনওকে ফোন দিয়ে ১৫ জন চাল না পাওয়ার বিষয়টি জানালে সে সেনাবাহিনীকে জানাতে বলে। পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রবের কাছে ফোন দিয়েও বিষয়টি অবগত করলে সে দুপুরে চাল বিতরনের কথা বলে। মঙ্গলবার দুপুরে আমি পরিষদে গিয়ে দেখি যাদের নামে কার্ড নেই তাদেরকে চাল দেয়া হচ্ছে। এসময় আমি ওই ১৫ জনকে ফোন দিয়ে পরিষদ থেকে চাল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে তাদের চাল পৌছে দেই। আমার নামে যে চাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে তা সম্পূর্ন মিথ্যা।
এসময় উপকারভোগী রাবেয়া, পাপড়ি, জেসমিন ও মিনারাসহ ১৫ উপকারভোগী জানান, আমরা সোমবার সারাদিন বসে থেকেও চাল না পেয়ে বাড়ি ফিরে এসেছি। পরে মহিলা মেম্বর লিজা আমাদের বাড়িতে বাড়িতে গিয়ে চাল পৌছে দিয়েছেন।
এবিষয়ে টিয়াখালীী ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী কাওসার জানায়, মেম্বর লিজা জোর করে ইউনিয়ন পরিষদ থেকে ২১ বস্তা চাল নিয়েছে। তাকে চালগুলো ইউনিয়ন পরিষদে ফেরত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
মন্তব্য করুন