
নওগাঁর আত্রাইয়ে যত্রতত্র বাড়ছে গ্যাস সিলিন্ডারের ঝুঁকিপূর্ণ ব্যাবহার।আত্রাইয়ের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে হোটেল, রেস্তোরাঁ, চায়ের দোকানে কোনো প্রকার নিয়ম কানুন না মেনে ব্যাবহার হচ্ছে গ্যাস সিলিন্ডার।
যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা থাকলেও ভ্রুখেপ নেই কর্তৃপক্ষের,বিষয়টি নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসীর।
রাস্তার পাশ ঘেষেই হোটেল বা চায়ের দোকানের চুলা,পাশেই রাখা গ্যাস ভর্তি ছোট বড় সব ধরনের গ্যাস সিলেন্ডার,কেহই মানছেনা বিধি নিষেধ। আত্রাই উপজেলার প্রায় সব জায়গারই চিত্র এমন।
বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্হানীয়রা জানায়,প্রশাসনের গাফিলতির কথা,সকলের জনগণের দাবি জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের কঠোর তদারকি করা প্রয়োজন।ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয় স্হানীয়রা নিয়ম ভঙ্গ করায় বিষয়টি নিয়ে চিন্তিত তারাও। অনিয়ম বন্ধে শিঘ্রয় অভিযান পরিচালনা করবেন বলে জানান।
যথাযথ তদারকির মাধ্যমে প্রশাসন কঠোর পদক্ষেপ নিবে এমন টায় প্রত্যাশা সচেতন মহলের।
মন্তব্য করুন