কলাপাড়ায় বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবিএম মোশাররফ হোসেনের গন-সংবর্ধনা উপলক্ষ্যে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার শেষ বিকালে বিএনপির দলীয় কার্যালয় থেকে উপজেলা বিএনপির উদ্যোগে এক আনন্দ মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যলয়ের সামনে পথসভায় অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি গাজী মো: ফারুক। আনন্দ মিছিলে উপজেলা বিএনপির সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পৌর শহরের নতুন বাজার এলাকা।

উল্লেখ্য, গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেনের প্রথম কলাপাড়ায় আগমন উপলক্ষে এ গন-সংবর্ধনার আয়োজন করে উপজেলা বিএনপি ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ। রবিবার বিকেল সাড়ে তিনটায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে বালুর মাঠে এ গন-সংবর্ধনা দেয়া হবে বলে জানান পৌর বিএনপির সাধারন সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন।

###
তাং: ৩১.০৮.২০২৪ ইং: ।