কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরীর পটুয়াখালীতে আগমন উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১ টায় পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত গনসমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না।

সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে গন সমাবেশে যোগদেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী বলেন, সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠান ও গনতন্ত্র ফিরিয়ে আনতে বর্তমান সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে।

তিনি আরো বলেন, ভারত শুধু শেখ হাসিনাকে আশ্রয় ই দেয়নি দেশে অরাজকতা সৃষ্টির জন্য সকল ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। আওয়ামী লীগের প্রেতাত্মারা এবং বিএনপির মধ্যে যেসব মোনাফেক রয়েছে তারা অনেক ভয়ঙ্কর। এদেরকে প্রতিহত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের আহবান জানান তিনি।