মাদারীপুরের কালকিনিতে বিএনপি নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক বলেছেন বিএনপির কাছে স‌হিংসতাকারী‌দের কোন স্থান নেই ।আমি বিশ্বাস করি যারা দলকে ভালবাসে তারা কখনও দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি ও স‌হিংসতা করতে পারেনা।আমরা দ্বিতীয় বারের মত যে স্বাধীনতা পেয়েছি আমাদের সেই স্বাধীনতা রক্ষা করতে হবে। স্বাধীনতা অর্যন করার চে‌য়ে স্বাধীনতা রক্ষা করা বরই ক‌ঠিন।

শনিবার সকালে (২৪ আগষ্ট) মাদারীপুরের কালকিনি উপজেলার বিএন‌পির সা‌বেক আহবায়ক মিজান বেপারীর সভাপ‌তি‌ত্তে সদস‌্য স‌চিব এ‌্যডবু‌কেট মিজানুর রহমা‌নের প‌রিচালনায় কাল‌কি‌নি থানার পালপাড়ার মোড়ে এই সংক্ষিপ্ত পথসভা করা হয়।

এই পথসভায় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন,কাল‌কি‌নি উপ‌জেলা বিএন‌পি যুগ্নআহবায়ক শ‌হিদ খান,কাল‌কি‌নি পৌর বিএন‌পি সদস‌্য স‌চিব মোঃ লিটন ফ‌কির,পৌর যুগ্নআহবায়ক সালাউ‌দ্দিন।

এর আগে খন্দকার মাশুকুর রহমান ঢাকা থেকে নিজ বাড়িতে আসার সময় ডাসার উপজেলার বালীগ্রাম ইউনিয়নের ইসাবেলা ফিলিং স্টেশন এর সামনে আসলে হাজার হাজার নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তাকে নিয়ে বিশাল মটর শোভাযাত্রা করা হয়। এতে বিপুল সংখ্যক মটর সাইকেল ও প্রাইভেটকার অংশ নেয়। পরে কালকিনি উপজেলার থানার মোড়ে এক সংক্ষিপ্ত পথসভা করা হয়।

তি‌নি কাল‌কি‌নি পালপাড়ার মো‌রে পথসভায় ব‌লেন এই পালপাড়ার স‌ঙ্গে আমার চোট‌বেলার অ‌নেক শৃ‌তি জ‌রি‌য়ে আ‌ছে এই পালপাড়ার সকল হিন্দু সম্প্রদায় আমার ভাই বোন এ‌দের কোন প্রকার খয়খ‌তি না হয় এই জন‌্য আ‌মি কাল‌কি‌নি থানা অ‌ফিসার‌কে বারবার ফোন দি‌য়ে ব‌লে‌ছি কাল‌কি‌নি পালপাড়ায় কোন রকম খয়খ‌তি যেন না হয়।আ‌মি এমন কি কাল‌কি‌নি অ‌নেক আওয়ামী‌লিগ নেতার কা‌ছে ফোন দি‌য়ে ব‌লে‌ছি কোন রকম স‌হিংসতা যেন না হয় সেই দি‌কে আপনারা সবসময় সজাগ থাক‌বেন।

তিনি আরো বলেন, দীর্ঘ ১৫ বছর ফ্যাসিষ্ট সরকার একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিএনপিসহ যে গণতান্ত্রিক দল সংগ্রাম করেছেন ইতি মধ্যে বিএনপির ৫ থেকে ৬ শত লোককে গুম করা হয়েছে বাবা তার সন্তানকে পায়নি সন্তান তার বাবাকে পায়নি। এই শাসন ব্যবস্থা থেকে বাংলাদেশ আজ মুক্ত।