সম্প্রতি গনমাধ্যমে দেয়া এক বক্তব্যে আওয়ামীলীগকে নির্বাচনে দল গোছানোর কথা বলায় বিরোধী দলগুলোর ক্ষোভের মধ্যে পরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন।
আওয়ামীলীগকে নিয়ে এ বক্তব্যের বিরোধিতা করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সোমবার (১২আগস্ট) পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মেহেদী হাসান শামীম ও সদস্য জাকারিয়া আহমদের নেতৃত্বে মিছিলটি শহরের লঞ্চঘাট এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চক্ষু হাসপাতাল মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলটিতে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় ছাত্রদলের নেতা কর্মীরা।