পটুয়াখালীর কুয়াকাটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্নয়ক মোঃ বনি আমিন সিফাত (কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ), মোঃ বেল্লাল হোসেন (সমন্বয়ক, টুঙ্গি সরকারি কলেজ), মোঃ জাকারিয়া (উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসা) গন সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগষ্ট) সকাল ১০ টায় যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদ মহিপুর থানা শাখা ও কুয়াকাটা পৌর শাখা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের সাধারণ মানুষ এ সংবর্ধনা দেন। পরে বেলা ১১ টায় কুয়াকাটা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক সৌজন্যে সাক্ষাতে মিলিত হয়। পরে মিছিলের বহরে প্রকম্পিত হয়ে ওঠে মহিপুর থানা সহ কুয়াকাটা পৌর শহরের প্রতিটি পাড়া মহল্লা।

সৌজন্য সাক্ষাৎকালে বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারন সম্পাদক হোসাইন আমীর, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের (কানাডিয়ান বিশ্ববিদ্যালয়) সমন্নয়ক মো: বনি আমিন সিফাত, টঙ্গী সরকারি কলেজের সমন্বয়ক মো: বেল্লাল হোসেন, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন প্রমুখ।

এসময় সমন্নয়করা বলেন, অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে আমাদের বিজয় অর্জিত হলেও পুরোপুরি বিজয় এখনো আসেনি। সারা দেশে যেভাবে হামলা, ভাংচুরসহ যে নৈরাজ্য চালাচ্ছে একটি পক্ষ। তাতে আমাদের অর্জিত বিজয় আবার না হাত ছাড়া হয়ে যায়। এজন্য ছাত্র সমাজ সহ সাধারণ মানুষকে নিজ নিজ পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। যাতে আর কোন নৈরাজ্য না হয় সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে ছাত্র সমাজ কাজ করছে।