সারাদেশে ছাত্রসমাজের উপর মর্মান্তিক হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবিতে পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশের প্রস্তুতি কালে ধাওয়া দিয়ে কর্মসূচী ভন্ডুল করে দিয়েছে ছাত্রলীগ। এতে আন্দোলনরত ৩ শিক্ষার্থী আহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষার্থীরা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাসে বহিঃবিভাগের সামনে আন্দোলনের প্রস্তুতি নিতে শুরু করলে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারন সম্পাদক তানভীর আরিফের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা লাঠিসোটা নিয়ে অতর্কিত ধাওয়া করে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় তারা ছাত্র-ছাত্রীদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে হোষ্টেল ভাংচুর করে।
এর আগে পটুয়াখালী কাজী আবুল কাসেম স্টেডিয়ামের সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আন্দোলনের জন্য জড়ো হলে তাদেরকেও ধাওয়া করে ছাত্রলীগ।