
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৪ সনে এসএসসি/ সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ২২৮ শিক্ষার্থীকে সংবর্ধণা দেওয়া হয়েছে।
বুধবার (১২ জন) উপজেলা অডিটোরিয়ামে সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য অ্যাড. ওমর ফারুক সুমন।
উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ওমর ফারুক সুমন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা এখন থেকেই তোমাদের লক্ষ নির্ধারন করে পড়া চালিয়ে যাবে। কেননা তোমাদের নিজস্ব জ্ঞান বিবেক বুদ্ধি আছে। তিনি শিক্ষার্থীদের নেশা, অসৎ আড্ডা, মোবাইলে আসক্ত থেকে দুরে থাকাতে পরামর্শ্ব দেন।
অনুষ্ঠানে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
মন্তব্য করুন