
ভোলার বোরহানউদ্দিন উপজেলার মোজাম্মেল হক চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০২০ইং সনের শিক্ষার্থী সাবিকুন নাহার চৌধুরী তামান্না ২০২৩-২৪ ইং শিক্ষাবর্ষে শহীদ সরোয়ারদি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পাওয়ায় তাহাকে বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কৃতি শিক্ষার্থীর পিতা মোঃ হেলাল উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষক মজিবুল হক সিকদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিক বাবু মনজ কুমার দে।
অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক,বিদ্যালয়ের কমিটির সদস্য, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাবেকুন নাহার চৌধুরী তামান্না পঞ্চম শ্রেণী ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্টফুল বৃত্তি এবং এস এস সি ও এইচ এস সি’তে গোল্ডেন জিপিএ -৫ পেয়েছেন।
মন্তব্য করুন