
পটুয়াখালীর ২২ টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক বৃক্ষ রোপন করেছে রিয়াজ উদ্দিন ফাউন্ডেশন নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার (৯মে) বেলা ১২ টার দিকে পটুয়াখালী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় থেকে এই বৃক্ষ রোপন কর্মসূচী শুরু করেন প্রতিষ্ঠানটির ফাউন্ডার ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন মৃধা।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রিয়াজ উদ্দীন মৃধা বলেন, সারা দেশে তীব্র তাপদাহ দেখা দিয়েছে। এ থেকে আমাদের পরিত্রাণ করতে পারে একমাত্র গাছ। গাছের অনেক গুনাগুণ রয়েছে যেটা আমরা সবাই অবগত। আমরা আজ পটুয়াখালী শহরের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে গাছ রোপণ করবো। এরপরে ধীরে ধীরে বিভিন্ন স্থানে এ কার্যক্রম আরো বৃদ্ধি করা হবে।
বৃক্ষরোপন কর্মসূচিতে প্রতিষ্ঠানটির স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন